Wednesday, August 12, 2009

Shayari-30

কঠিন যাতনাময় ছিন্নভিন্ন দিন, বিনিদ্র ভগ্নাংশ রাত, এই আমি পেয়েছি। জীবন এইরকমই যার আঁচল যতটুকু ততটুকুই ভাগ্যদেবী তাকে দিয়ে থাকেন। হৃদয়কে যতবার বোঝাবার চেষ্টা করেছি ততবারই শুনেছি কেউ যেন হেসে উঠেছে আর বলছে-হৃদয় বুঝে তুই কি করবি? নে, তোকে মৃত্যু দিলাম, এটা বুঝে নাও। মৃত্যু কি সেটাও কি ছাই আমি বুঝতে পেরেছি? না মৃত্যু কি তাও বুঝলাম না। শুধু জানি আট প্রহর ধিকি ধিকি জ্বলে যেতে হবে। হৃদয়ের মতো সঙ্গী যখন জুটে গেছে জানি হৃদয়যন্ত্রণার হাত থেকেও নিষ্কৃতি নেই আমার। হৃদয় মানেই হৃদয়যন্ত্রণা এটুকু জানি। এর চেয়ে বেশী আর আমি জীবন হৃদয়, মৃত্যু সম্পর্কে কিছুই জানি না। কিছুই না।

2 comments:

  1. শের শায়েরি নিয়ে আপনার উদ্যোগটাই বোধহয় প্রথম। আরও আরও নতুন নতুন শায়েরি প্রকাশ করুন।

    aR
    Bangla Hacks

    ReplyDelete
  2. আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি যথাসাধ্য চেষ্টা করব। সবার সহযোগীতা চাই।

    ReplyDelete