আপনার প্রেমে আমি আত্মদান করেছি, সর্বস্ব বিলিয়ে দিয়েছি।
এখন আপনি আমাকে প্রেমের প্রদীপ,
পূজোর ফুল বা পায়ের দাগ যা ইচ্ছে বলতে চান বলতে পারেন।
আপনার সে অধিকার রয়েছে।
আপনার শ্রদ্ধা, আপনার প্রেম, আপনার ধিক্কার সব কিছুই শিরোধার্য।
সব কিছুই আমার গ্রহণীয়, সব কিছুই আমার পরম প্রাপ্য।
0 comments:
Post a Comment