Wednesday, August 12, 2009

Shayari-28

বিচ্ছেদের পর আমাদের দু'জনের মিলন কোথায় হবে? কোথায় তোমায় পাবো? জানি, পাবো শুধু স্মৃতিস্বপ্নের আকাশে। যেমন পূজোর পবিত্র শুকনো ফুল অনেকদিন পরে মানুষ হটাৎ খুঁজে পায় বইয়ের পাতার ভাঁজে। তোমার পবিত্র সুখস্মৃতির ফুল তেমনি হঠাৎ খুজে পাবো আমার স্বপ্নায়নের পাতার ভাঁজে। কালগ্রাসে বিবর্ণ, মুষ্ক। কিন্তু পবিত্র, সংরক্ষিত।

0 comments:

Post a Comment