Monday, August 24, 2009

Shayari-31

দীর্ঘ পথ চলতে চলতে যখন আমার কাঁধ ঝুঁকে আসে, চড়াই-এর উচ্চতায় যখন হাঁপিয়ে উঠি, যখন নিঃশ্বাস বুকের একপাশে জড়ো হয়ে ফুলে ওঠে আর মনে হয়, আমার চলবার শক্তি নেই, এখানেই থেমে যেতে হবে আমার,- তখন আমারই লেখা ছোট্ট একটা কবিতা আমার সামনে এসে বলে,- হে কবি হে আমার স্রষ্টা, এসো আমার কাঁধে হাত রাখো, এসো, আমি তোমার সমস্ত বোঝা তুলে নিই।

0 comments:

Post a Comment