একদিন এক পিপড়া মনের সুখে জঙ্গলে ঘুরিতেছে। পথিমধ্যে সে পানিতে পড়িল। পিপড়া খাইলে সাতার শিখা যায়, বাট সেই বেকুব নিজেই সাতার জানিত না। ডুবে, ভাসে, এই মরে ত সেই মরে। ভয়াবহ সাসপেন্স, কী হয়... পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কিন্তু ভন্ড বাংলা প্রবাদকে মিথ্যা প্রমাণ করিয়া সেই হতভাগার কোন পাখাও গজাইলো না। পিপড়া কি তবে ডুবিয়া মরিবে? এই দৃশ্য দেখিল এক পক্ষি, সে বলিল হায় হায়। উড়াল দিয়া সেই পাখি একখানা পাতা নিয়া আসিল । সেই পাতার ভেলায় চড়িয়া পিপড়া জীবন বাচাইল। অনেকদিন কাটিয়া গেল। আবার আসিল বর্ষাকাল। পিপড়া বাহিনী বাহির হইল খাবারের সন্ধানে, গিয়া দেখে বুড়া হইয়া সেই পাখি মরিয়া রহিয়াছে, তারা খুশি হইয়া উঠিল। পিপিলিকার কলোনীর ১ বছরের খাবার জোগাড় হইয়া গিয়াছে। মরা পাখিরে পিপড়ায় খাইল।
0 comments:
Post a Comment