Wednesday, July 20, 2011

bengali jokes-212

অনেক দিন আগের কথা----
একদিন জঙ্গল থেকে এক পিপড়া জঙ্গলের নিয়ম ভেঙ্গে, মনের দুখে জঙ্গল থেকে চলে আসবে বলে সিদ্ধান্ত নিল আসার সময় পথের মধ্যে জঙ্গলের রাজা সংহের সংগে দেখা সিংহ তাকে জিজ্ঞেস করল কিরে কোথায় যাচ্ছিস্ পিপড়া উত্তর দিল আমি জঙ্গল থেকে চলে যাচ্ছি সিংহ বলল কেন কি হয়েছে পিপড়া বলল না রাজা মশাই আপনাকে বলা যাবে না, প্রেসটিজের ব্যপার সিংহ বলল না তোকে বলতেই হবে আমি জঙ্গলের রাজা আমার জানতেই হবে তুই কি করণে জঙ্গল থেকে চলে যাচ্ছিস পিপড়া বলল রাজা মশাই দেখুনই প্রেসটিজ পানচার হয়ে যাবে রাজা বলল এত কিছু বুঝি না তোকে বলতেই হবে তু্ই কি দুঃখে চলে যাচ্ছিস এত করেই যখন বলছেন তাহলে হুনেন- কোন হালার পুতে যেন হাতিরে চিপায় ফালয়া কাম করছে এখন দোষ টা পড়ছে আমার !!!!

0 comments:

Post a Comment