মনা পাগলা ও তার দুই বন্ধু মরুভূমিতে আটকা পড়েছে। হাঁটতে হাঁটতে একসময় একটা জাদুর প্রদীপ পেয়ে গেল তারা। তাতে ঘষা দিতেই একটা দৈত্য বেরিয়ে এল। বলল-হুকুম করুন মালিক, কি চাই আপনাদের?
প্রথমজন বলল-আমাকে আমার বাড়িতে রেখে এসো।
দৈত্য জো হুকুম বলে তার ইচ্ছে পূরণ করল। দ্বিতীয় বন্ধুও একই ইচ্ছার কথা বলল। দৈত্য এবারও তার ইচ্ছে পূরণ করল। মনা পাগলা ছিল একটু ভীতু প্রকৃতির। সে তো বন্ধুদের হাওয়া হতে দেখে ভীষণ ভয় পেয়ে গেল। দৈত্য যখন বলল, হুকুম করুন মালিক।
তখন মনা পাগল বলল- এই দৈত্য, এখানে একা থাকতে তো আমার খুব ভয় করছে। তুমি আমার দুই বন্ধুকে এখানে নিয়ে এসো শিগগির!
0 comments:
Post a Comment