Monday, December 13, 2010

Bengali Jokes- 159


রাত্রির বেলা লিচু গাছে এক ছুডু চোর খুব মজা কইরে লিচু খাচ্ছে আর সুর করে গাচ্ছে, "ওরে কতো খাবো, কতো খাবো...." এমন সুময় কিডা যানি তার পা ধইরে টান দিয়েছে। ছ্যামড়া বলে-" এ 
কিডারে ? এ আমার পা ধরে টানতেছে কিডা?"
উত্তর: " এ বুধাই, আমি গাছের মালিক; এর জন্যি তো কই আমার লিচু পতি দিন কুমে যাচ্ছে ক্যান ? শালা তুই আমার এ সর্বনাশ করতিশিস..তোর সাহস তো কম না, এই পুইচকা বয়সে তুই আমার গাছে উঠে লিচু চুরি করিস? এ তুর বাপের নাম কিরে ?
ছ্যামড়া: ক্যান আমার বাপরে দিয়ে কি করবা ?
উত্তর: তোরে তো থাপড়ানোর জাগা নেই, ক্যাল তোর বাপের কাছে নালিশ করবো !!
ছ্যামড়া: হে হে..এই কতা!! তো ক্যালকে ক্যান তুমি আজই কও, এখুনি কও...বাপতো আমার উপরের ডালে।

0 comments:

Post a Comment