Thursday, December 2, 2010

Bengali Jokes- 144

সর্দারজি ট্রেনে চেপে এক জায়গায় যাচ্ছেন। ট্রেনে হাঁটতে হাঁটতে সর্দারজি একটি কামরায় গিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পর টিকিট চেকার এসে সর্দারজিকে বললেন, ‘কি ভাই, চোখে দেখতে পারেন না নাকি!’ সর্দারজি বললেন, ‘কেন, হয়েছেটা কী?’ টিকিট চেকার রেগে বললেন, ‘কেন, বড় করে লেখাটা দেখছেন না যে, এটা মহিলাদের কামরা?’ ‘দুঃখিত। আমি তো আপনাকে দেখেই এই কামরায় ঢুকেছি। আর আপনাকে দেখে তো মনে হয়েছিল আপনি পুরুষ। কিন্তু...।’ সর্দারজির জবাব।

0 comments:

Post a Comment