Thursday, December 2, 2010

Bengali Jokes- 143

সর্দারজি গেছেন কম্পিউটার কিনতে—
সর্দারজি: আপনার দোকানের কম্পিউটারগুলো ভালো হবে তো?
বিক্রেতা: স্যার, খুবই ভালো। নতুন মডেলের এই কম্পিউটার আপনার অর্ধেক কাজই কমিয়ে আনবে।
সর্দারজি: বলেন কী! এই একটি কম্পিউটারই অর্ধেক কাজ করে ফেলবে!
বিক্রেতা: হ্যাঁ, স্যার।
সর্দারজি: তাহলে বাকি অর্ধেক বাদ থাকবে কেন? তাহলে দুটো কম্পিউটারই প্যাকেট করে দিয়ে দেন।

0 comments:

Post a Comment