Saturday, October 23, 2010

Bengali Joke-136

সর্দারজি খুব বিখ্যাত হয়ে গেছেন কোনো এক কারণে। সাংবাদিক এসেছে তাঁর সাক্ষাৎকার নেওয়ার জন্য। এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘আপনার বিবাহিত জীবন সম্পর্কে কিছু জানতে চাইছি।’ সর্দারজি ব্যক্তিগত বিষয়ে কিছু জানাতে চান না কাউকে। তাই বললেন, ‘আমি এ পর্যন্ত বিয়েথা কিচ্ছু করিনি। আসলে বিয়ে মানেই ঝামেলা—এ কথা আমি আমার সন্তানদেরও বলে থাকি সব সময়।’

0 comments:

Post a Comment