Saturday, October 23, 2010

Bengali Joke-135

সর্দারজির ভয়াবহ জ্বর। চিকিৎসক তাঁকে কতগুলো ট্যাবলেট খেতে দিয়েছেন। খাওয়ার আগে একটা ছুরি দিয়ে ট্যাবলেটগুলোর চারপাশ কেটে ফেলতে শুরু করলেন সর্দারজি। বাসার সবাই ভীষণ অবাক, ‘আরে, আরে! করো কী, করো কী? ট্যাবলেট কাটছ কেন?’ জ্বরের মধ্যেও সর্দারজির মুখে হাসি, ‘আরে বোকারা, ওষুধপত্রের যে সাইড অ্যাফেক্ট আছে, এটা কি তোমরা জান না? ট্যাবলেটের চারপাশ কেটে সেই সাইড অ্যাফেক্টগুলোই দূর করছি।’

0 comments:

Post a Comment