Wednesday, October 6, 2010

Bengali Joke-108

সঞ্জু ও তার বাবার মধ্যে কথা হচ্ছে—
বাবা: পরীক্ষার ফলাফল কী তোমার?
সঞ্জু: বাবা, আমাদের অধ্যক্ষের ছেলে ফেল করেছে।
বাবা: আর তোমার ফলাফল?
সঞ্জু: আমাদের আরেক শিক্ষকের ছেলেও ফেল করেছে।
বাবা: তোর ফলাফল কী, সেটা আগে বল?
সঞ্জু: তুমি আবার কোন প্রফেসর যে তোমার ছেলে পাস করবে!

0 comments:

Post a Comment