ক্লাসে পল্টু ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—
শিক্ষক: পল্টু, তুই এমন একটি পশুর নাম বলবি, যেটা মরুভূমিতে পাওয়া যায়?
পল্টু: স্যার, উট।
শিক্ষক: হুমম। আরেকটা পশুর নাম বল তো শুনি?
পল্টু: কেন, আরেকটা উট।
শিক্ষক: বলিস কিরে?
পল্টু: আরেকটা উটও তো মরুভূমিতে বাস করে, স্যার।
0 comments:
Post a Comment