চিকিৎসক ও রোগীর মধ্যে কথা হচ্ছে—
রোগী: আপনার হাসপাতালের নার্সরা তো খুবই ভালো।
চিকিৎসক: কেন, কী হয়েছে বলুন তো?
রোগী: নার্সের হাত আমার গায়ে লাগতেই তো আমি সুস্থ হয়ে গেলাম।
চিকিৎসক: হুমম, জানি। কারণ, আপনার গালে নার্সের দেওয়া থাপড়ের শব্দ আমি চেম্বারে বসেই শুনেছি।
0 comments:
Post a Comment