এক রোগী চিকিৎসকের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, ‘স্যার, আমি গরিব মানুষ।
ওষুধ কেনার পয়সা নেই। আপনি যদি একটু দয়া করেন, তাহলে হয়তো সুস্থ হয়ে যাব।
হয়তো আমিই একদিন আপনার কোনো কাজে আসতে পারি।’
চিকিৎসক রোগীর কথা শুনে বললেন, তা কী কাজ করো তুমি?
আর আমারই বা কোন কাজে আসতে পারো শুনি? ‘স্যার, আমি মানুষের কবর খোঁড়ার কাজ করি। আপনার কবরটা একদম ফ্রি খুঁড়ে দেব, স্যার।’ রোগীর জবাব।
0 comments:
Post a Comment