Wednesday, March 28, 2012

Bengali Jokes-263


অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য একটা দ্বীপে বন্দি করে রাখা হতো। সেই দ্বীপের প্রবেশদ্বারে অপরাধী এক পুলিশ, এক চোর আর এক ছিনতাইকারীকে আটক করল দ্বীপের দারোয়ান।
দারোয়ান: এই দ্বীপে লোকসংখ্যা খুব বেশি হয়ে গেছে। তোমাদের তিনজনকে জায়গা দেওয়া সম্ভব না। আমি তোমাদের তিন জনকে একটা করে প্রশ্ন করব। যে সঠিক উত্তর দিতে পারবে না, শুধু তাকেই দ্বীপে যেতে হবে। বাকিরা আপাতত বাইরেই থাকবে।
দারোয়ানের কথা শুনে পুলিশ, চোর ছিনতাইকারীর মনে আশার সঞ্চার হলো।
দারোয়ান: প্রথম প্রশ্ন করব ছিনতাইকারীকে। বলো তো, সবচেয়ে বেশিসংখ্যক যাত্রী নিয়ে কোন জাহাজ ডুবে গিয়েছিল?
ছিনতাইকারী: টাইটানিক।
দারোয়ান: উত্তর সঠিক। এবার চোর, তুমি বলো। জাহাজটিতে যাত্রীর সংখ্যা কত ছিল?
চোর: আমি টাইটানিক ছবিটা দেখেছি। যত দূর মনে পড়ে, যাত্রীর সংখ্যা ছিল ৪৪৫৬।
দারোয়ান: উত্তর সঠিক। এবার পুলিশের পালা।
পুলিশকে প্রশ্ন করার আগেই সে ডুকরে কেঁদে উঠল।
দারোয়ান: কাঁদছ কেন?
পুলিশ: আমি তাদের সবার নাম বলতে পারব না!

0 comments:

Post a Comment