সফটওয়ার বেজ জোকস
বিষয়: কমপিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার
জনাব টেকনিক্যাল কমিটি:
গতবছর আমি আমার প্রেমিকা ৭.০ কে বউ ১.০ এ আপগ্রেড করি। কিন্তু আমি কিছুদিন ধরে পর্যবেক্ষণ করিতেছি যে, আমার বউ ১.০ কিছু অপ্রুজনীয় প্রোগাম রান করিতেছে যা আমার জন্য অপ্রত্যাশিত এবং ব্যয়বহুল। যেমন: চাইল্ড প্রোসেসিং। এছাড়া আমার বউ ১.০ কিছু প্রোগ্রাম নিজে নিজেই ইনস্টল করে নিয়েছে এবং আমার সমস্ত কর্মকান্ড মনিটরিং করিতেছে। যার ফলে আমি আমার কিছু প্রিয় এপ্লিকেশন যেমন পকার নাইট ১০.৩ , ফুটবল ৫.০ , রেশিং ৩.৬ ওপেন করিতে পারিলেও কিছুক্ষণ পরপর ক্রাস করে।
এসকল কারণে বউ ১.০ এর সাথে চলা আমার জন্য খুব কষ্টকর। তাই আমি আমার বউ ১.০ কে আবার প্রেমিকা ৭.০ এ ফিরিয়ে আনতে চায়। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে, বউ ১.০ কে কোনোভাবেই আনইনস্টল করা যাচ্ছেনা। তাই এ ব্যাপারে আমি আপনার সাহার্য্য প্রার্থী।
ধন্যবাদ,
একজন হতভাগ্য ইউজার
______________________________________
রিপ্লাই
প্রিয় ইউজার :
আপনি যেই সমস্যায় পড়েছেন , তা আমাদে অনেক ব্যবহারকারীও এই সমস্যায় পড়েছেন । আপনারা মনে করেন বউ ১.০ হচ্ছে , শুধু সুবিধা এবং ইন্টারটেইনমেন্ট নেওয়ার একটি প্রোগ্রাম। কিন্তু আপনারা হয়তো জানেন না যে, বউ ১.০ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যা নিজে নিজেই প্রোগ্রাম তৈরী করতে পারে এবং ডিলিট করতে পারে। আপনাদের আরো জেনে রাখা দরকার , বউ ১.০ কে ডিলিট বা আনইনস্টল করা যাবে না।
আপনি কখনোই বউ ১.০ থেকে প্রেমিকা ৭.০ তে যেতে পারবেন না কেননা বউ ১.০ তা অনুমতি প্রদান করে না । তার চেয়ে ভালো হয় আপনি আপনার বউ ১.০ কে নিজের সুবিধা মতো সাজিয়ে নিন।
বউ ১.০ অপারেটিং সিস্টেম এর সাথে কিছু সুবিধা রয়েছে , যা হয়তো আপনার চোখে পড়ে নাই। যেমন: Sweep 3.0, Cook It 1.5, Bills 4.2।
ধন্যবাদ,
টেকনিক্যাল কমিটি
বিষয়: কমপিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার
জনাব টেকনিক্যাল কমিটি:
গতবছর আমি আমার প্রেমিকা ৭.০ কে বউ ১.০ এ আপগ্রেড করি। কিন্তু আমি কিছুদিন ধরে পর্যবেক্ষণ করিতেছি যে, আমার বউ ১.০ কিছু অপ্রুজনীয় প্রোগাম রান করিতেছে যা আমার জন্য অপ্রত্যাশিত এবং ব্যয়বহুল। যেমন: চাইল্ড প্রোসেসিং। এছাড়া আমার বউ ১.০ কিছু প্রোগ্রাম নিজে নিজেই ইনস্টল করে নিয়েছে এবং আমার সমস্ত কর্মকান্ড মনিটরিং করিতেছে। যার ফলে আমি আমার কিছু প্রিয় এপ্লিকেশন যেমন পকার নাইট ১০.৩ , ফুটবল ৫.০ , রেশিং ৩.৬ ওপেন করিতে পারিলেও কিছুক্ষণ পরপর ক্রাস করে।
এসকল কারণে বউ ১.০ এর সাথে চলা আমার জন্য খুব কষ্টকর। তাই আমি আমার বউ ১.০ কে আবার প্রেমিকা ৭.০ এ ফিরিয়ে আনতে চায়। কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে, বউ ১.০ কে কোনোভাবেই আনইনস্টল করা যাচ্ছেনা। তাই এ ব্যাপারে আমি আপনার সাহার্য্য প্রার্থী।
ধন্যবাদ,
একজন হতভাগ্য ইউজার
______________________________________
রিপ্লাই
প্রিয় ইউজার :
আপনি যেই সমস্যায় পড়েছেন , তা আমাদে অনেক ব্যবহারকারীও এই সমস্যায় পড়েছেন । আপনারা মনে করেন বউ ১.০ হচ্ছে , শুধু সুবিধা এবং ইন্টারটেইনমেন্ট নেওয়ার একটি প্রোগ্রাম। কিন্তু আপনারা হয়তো জানেন না যে, বউ ১.০ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যা নিজে নিজেই প্রোগ্রাম তৈরী করতে পারে এবং ডিলিট করতে পারে। আপনাদের আরো জেনে রাখা দরকার , বউ ১.০ কে ডিলিট বা আনইনস্টল করা যাবে না।
আপনি কখনোই বউ ১.০ থেকে প্রেমিকা ৭.০ তে যেতে পারবেন না কেননা বউ ১.০ তা অনুমতি প্রদান করে না । তার চেয়ে ভালো হয় আপনি আপনার বউ ১.০ কে নিজের সুবিধা মতো সাজিয়ে নিন।
বউ ১.০ অপারেটিং সিস্টেম এর সাথে কিছু সুবিধা রয়েছে , যা হয়তো আপনার চোখে পড়ে নাই। যেমন: Sweep 3.0, Cook It 1.5, Bills 4.2।
ধন্যবাদ,
টেকনিক্যাল কমিটি
0 comments:
Post a Comment