Monday, October 31, 2011

Bengali Jokes-233

কেজি স্কুল বনাম ইউনিভার্সিটি
.কেজি স্কুল = পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেল, জ্যামিতিবক্স, পেন্সিলবক্স
.ইউনিভার্সিটি = ১টা মাত্র বলপেন তাও আবার ক্লাসমেট এর থেকে চেয়ে নেয়া
.কেজি স্কুল = ক্লাস ঢোকার আগেস্যার/ম্যাম, আসতে পারি?”
.ইউনিভার্সিটি = কানে মোবাইল লাগিয়ে চুপচাপ ক্লাস থেকে বের হয়ে যাওয়া
.কেজি স্কুল = ব্যাগে প্রত্যেক বিষয়ের বই, আলাদা খাতা আর নোট
.ইউনিভার্সিটি = “দোস্ত, তোর খাতা থেকে ১টা পৃষ্ঠা ছিঁড়ে দে না।
.কেজি স্কুল = ক্লাস টেস্ট মার্ক্স থাকে ৯০ এর উপরে তাও ১০০ না পাওয়াতে মায়ের বকুনি
.ইউনিভার্সিটি = full mOOn আর রসগোল্লা খালি কপালে জোটে
.কেজি স্কুল = সাথে আনা টিফিনবক্স মায়ের হাতে বানানো সুস্বাদু খাবার
.ইউনিভার্সিটি = ক্যাফে তে ঢুকেই, “দোস্ত, আজকের বিলটা না হয় তুই দিয়ে দিলি, কেমন??”
.কেজি স্কুল = দিন পরই ফাইনাল পরীক্ষা তাই রাত জেগে পড়ার সময় মাও সাথে জেগে থাকে
.ইউনিভার্সিটি = সারারাত জেগে থেকে তুমুল হইচই করে সবাই মিলে কার্ড খেলা
.কেজি স্কুল = রেজাল্ট ভাল হলে ভিডিওগেম এর জন্য বাবার কাছে আবদার
.ইউনিভার্সিটি = রেজাল্ট ভাল হলে দামি মোবাইল এর জন্য বাবার কাছে আবদার
.কেজি স্কুল = বিকেল বেলা স্যারের কাছে প্রাইভেট পড়া
.ইউনিভার্সিটি = ফ্রেন্ড সার্কেল সবাই মিলে জমপেশ আড্ডা
.কেজি স্কুল = “ইশ!! মেয়েটা দেখতে কি কিউট। যাই ওর সাথে বন্ধুত্ব করি।
.ইউনিভার্সিটি = “দোস্ত, আজকে ক্যাম্পাসে ১টা মাল দেখলাম। ওরে কালকেই প্রপোজ করব ভাবছি।
১০.কেজি স্কুল = বড়দের কড়া শাসনে অতিষ্ঠ হয়ে , “ধুর ছাই। কবে যে ইউনিভার্সিটি তে উঠবো??”
১০.ইউনিভার্সিটি = পরবর্তী জীবনের কথা ভেবে, “আহা রে, আর কয়েক দিন পরেই সবাইকে ছেড়ে চলে যেতে হবে।


0 comments:

Post a Comment