আনুমানবিক দশ জমজভ্রাতা একত্রে হারাইয়া গিয়াছে । কিছুতেই খুজিয়া পাইতাসিনা তাহাদের । অদ্য নিশুতি পঞ্চ ঘটিকা হইতে উহাদের কোন সন্ধান পাইতাসিনা । সকলের দেহের বর্ন শুভ্র । দেহের মাপ সাড়ে পাচ সেন্টিমিটার । নিখোজ হইবার প্রাক্কালে উহাদের পড়নে ছিল হলুদ বাটিক প্রিন্টের গাঢ় হলুদ প্যান্ট । প্যান্টের দৈর্ঘ প্রায় আড়াই সেন্টিমিটার । শরীরে তাহারা “বিশেষ পরিস্রুতকারক” লেখাটি ধারন করে জন্মের চিহ্ন হিসাবে । কোন স্বহৃদয় ব্যক্তি উহাদের সন্ধান পাইলে যোগাযোগ করুন ০১৭১২-****** ।
0 comments:
Post a Comment