Saturday, July 2, 2011

Bengali Jokes 193

একদিন আকবর জিজ্ঞাসা করলেন বীরল কে- বীরবল কত দিন হল তোমার বিয়ে হয়েছে?
বীরবল বললেন- তা দশ বছর হলো হুজুর।
-কয়টি ছেলে মেয়ে তোমার?
-আজ্ঞে একটি ছেলে আর একটি মেয়ে। আকবর বললেন- ব্যাস আর দ্যাখো ঐ খান কে।উনি এই তিন বছর হল বিয়ে করেছেন, কিন্তু এর মধ্যেই উনি তিন ছেলেমেয়ের বাপ।
বীরবল বিচলিত হয়ে বললেন- আজ্ঞে খান খানার কথা স্বতন্ত্র, ওর অনেক চাকর-বাকর আছে,আমার একটিও নাই।

0 comments:

Post a Comment