Monday, February 21, 2011

Bengali Jokes 182

তিন বন্ধু মিলে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে,
প্রথম বন্ধু বলে উঠলঃ “জানিস আমি চা খাই কিভাবে?”
দ্বিতীয় বন্ধুঃ “কিভাবে?”
প্রথম বন্ধুঃ “আমি এক চুমুকে পুরো কাপের চা শেষ করে ফেলি।”

এই কথা শুনে দ্বিতীয় বন্ধু বলে উঠলঃ “জানিস আমি চা খাই কিভাবে?”
তৃতীয় বন্ধুঃ “কিভাবে?”
দ্বিতীয় বন্ধুঃ “আমি কেটলি থেকে চা কাপে না ঢেলে, কেটলির ছোট ফুটো দিয়ে এক টানে সব শেষ করে ফেলি।”

এই কথা শুনে তৃতীয় বন্ধু কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া আসল।
তৃতীয় বন্ধু বললঃ “জানিস আমি চা খাই কিভাবে?”
প্রথম বন্ধুঃ “কিভাবে?”
তৃতীয় বন্ধুঃ “প্রথমে পানি খাই, তারপর চা পাতি খাই, তারপর চিনি আর দুধ খাই।”
দ্বিতীয় বন্ধুঃ “তারপর?”
তৃতীয় বন্ধুঃ “তারপর লুঙ্গিটা তুলে চুলার উপর বসে থাকি।”  
 

0 comments:

Post a Comment