Thursday, February 10, 2011

Bengali Jokes 178

সর্দারজি রাতে স্বপ্নে দেখেছে কেউ একজন তাকে খুন করেছে। ঘুম থেকে জেগে ওঠার পর মহা দুশ্চিন্তায় পড়ে গেছে সর্দারজি। কিছুক্ষণ পর কাগজপত্র নিয়ে হন্তদন্ত হয়ে ব্যাংকে ছুটল সর্দারজি। ব্যাংকে ঢুকেই সে ম্যানেজারকে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য বলল। ম্যানেজার বললেন, ‘কিন্তু আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চাইছেন কেন?’ ‘আপনাদের ব্যাংকের মূল স্লোগান হলো—আমরা আপনাদের স্বপ্ন পূরণ করি। আর আমি স্বপ্ন দেখেছি কেউ আমাকে খুন করছে। আমার এ স্বপ্ন আমি কিছুতেই আপনাদের পূরণ করতে দেব না, তাই।’—সর্দারজির জবাব।

0 comments:

Post a Comment