(১৬)
কারো আশাকে নষ্ট করবেন না, হয়তো এ আশাই তার শেষ সম্বল।(১৭)
বক্তার চেয়ে ভাল শ্রোতা অন্যকে সহজে প্রভাবিত করে।চাওয়া যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটা আসক্তি।
দুঃখের প্রধান কারণ এই আসক্তি।
(১৮)
মানুষ যখনই সীমালঙ্ঘন করেছে- মন্দ কাজে, এমনকি ভাল কাজেওতখনই তার জীবনে বিপর্যয় এসেছে।
(১৯)
প্রয়োজন আর অভাববোধ এক নয়। অভাববোধ হল প্রয়োজন মেটানোর পর আরও বেশী পাওয়ার জন্য অস্থিরতা।(২০)
বিনাশ্রমে অর্থলাভের প্রতিশ্রুতি দেয়া প্রতারকদের একটি সাধারণ টোপ।
0 comments:
Post a Comment