Sunday, January 16, 2011

Bengali Jokes 167

কয়েক দিন থেকেই পল্টুর শরীরটা বেশ খারাপ। এ কারণে তাঁর চিকিৎসকের কাছে যাওয়ার কথা। দুই দিন পর পল্টুর এক বন্ধু তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তোর না শরীর খারাপ। ডাক্তারের কাছে না গিয়ে বসে আছিস কেন? চল, আজকেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব।’ ‘না রে, আজ শরীরটা খুবই খারাপ। আমি উঠতেই পারব না। ভাবছি শরীরটা একটু সুস্থ হলে কাল একবার যাব।

0 comments:

Post a Comment