Sunday, December 12, 2010

Bengali Jokes- 155

পল্টু ও তার বন্ধু বিল্টুর মধ্যে কথা হচ্ছে—
পল্টু: জানিস, আমার বউ রেগে গেলে একটা সর্বনাশ কাণ্ড ঘটে যায়। ওর জন্য পাড়ায় মুখ দেখানোটাই এখন মুশকিল হয়ে গেছে।
বিল্টু: কেন। ঘটনা কী বলতো শুনি?
পল্টু: আর বলিস না। ও যখন রেগে যায় তখন আমার সঙ্গে তো রাগারাগি করেই তার ওপর আবার আমাদের ছেলে, এমনকি বাড়ির কুকুরটার সঙ্গেও চিৎকার চেচামেচি শুরু করে দেয়। কারো সাধ্য নেই যে, তার কথার কেউ উত্তর দেয়।
বিল্টু: তা তুই রেগে গেলে কী করিস?
পল্টু: ওই একই ঘটনা! আমিও দরজা, জানালা আর বারান্দার সঙ্গে চিৎকার চেচামেচি শুরু করে দিই। ওদেরও তো সাধ্য নেই আমার কথার জবাব দেবে!

0 comments:

Post a Comment