Thursday, December 2, 2010

Bengali Jokes- 150

সর্দারজি আর তাঁর বন্ধু হিরালাল একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটছে। একসময় হুট করে সর্দারজি দাঁড়িয়ে হিরালালকে বললেন, ‘দোস্ত, এই পথে আর হাঁটা যাবে না। এখান থেকে তাড়াতাড়ি সটকে পড়তে হবে।’ হিরালাল বললেন, ‘কেন, হুট করে তোর আবার এই পথে কী হলো? সর্দারজি বললেন, ‘আরে বোকা, দেখছিস না, সামনে আমার বউ আসছে আর আমার বউয়ের পাশেই যে মেয়েটাকে দেখছিস, ও তো আমার প্রেমিকা। একসঙ্গে দুজনই আমাকে দেখলে আজ একটা অঘটন ঘটে যাবে।’ হিরালাল সামনের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, ‘আরে বাবা, তাড়াতাড়ি এখান থেকে পালাই। আমারও তো ভাই একই ঘটনা!’

0 comments:

Post a Comment