Sunday, November 28, 2010

Bangla Quotes-3-10

 (৩)
দুশ্চিন্তা ও উৎকন্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছ সৃষ্টি করতে পারেনি।
প্রত্যয় ও সাহস দিয়েই মানুষ নতুন পৃথিবী আবিষ্কার করেছে।
(৪)
মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, তা অর্জন করতে পারে।

(৫)
মুক্ত বিশ্বাস হচ্ছে সফল্য অর্জনের ভিত্তি।
বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে,
যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে।
ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রাশান্তিতে রূপান্তরিত করে।
(৬)
আপনার অতিচেতনার সাথে সংযোগ স্থাপন করার জন্য প্রয়োজন নীরব মুহূর্ত। প্রতিদিন হাজারো কাজের ফাঁকে
এই নীবর মুহূর্ত বের করে নিন।
(৭)
ব্যথর্তার মাঝেই লুপ্ত আছে সাফল্যের বীজ।
(৮)
অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন 
আগে নিজে সে আচরণ করুন।
(৯)
নিজের ভুল স্বীকার করার মতো সাহসী হোন।
(১০)
সকল ভয়ই মৃত্যভয়ের প্রকাশ্য ছদ্মাবরণ। পরিবর্তনকে ভয় পাই বলেই
আমরা ভয় দ্বারা আক্রান্ত হই।

0 comments:

Post a Comment