Saturday, October 23, 2010

Bengali Joke-138

সর্দারজির স্ত্রীর তখন বাচ্চা হবে। হাসপাতালে ভর্তি। সর্দারজি এক সকালে একটা এসএমএস করলেন স্ত্রীর মুঠোফোনে, ‘অবস্থা কী?’ কয়েক সেকেন্ড বাদেই একটি ফিরতি এসএমএস এল, ‘ডেলিভারড’। সর্দারজি চেঁচিয়ে পুরো অফিস মাথায় তুললেন। আধঘণ্টার মধ্যে চলে গেলেন স্ত্রী ও সন্তানের খোঁজ নিতে। গিয়ে দেখেন তাঁর স্ত্রী তখনো প্রসব ব্যথায় কাতরাচ্ছেন!

0 comments:

Post a Comment