স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—
স্ত্রী: কাল রাতে একটি স্বপ্ন দেখেছি।
স্বামী: কী স্বপ্ন দেখলে?
স্ত্রী: দেখলাম, তুমি আমাকে বেশ কিছু হীরার অলংকার কিনে দিয়েছ!
স্বামী: আরে, আমিও তো একই রকম স্বপ্ন দেখেছি!
স্ত্রী: কী দেখেছ, তুমি?
স্বামী: আমি দেখেছি, তোমাকে অলংকারগুলো কিনে দেওয়ার সময় আমাদের সঙ্গে তোমার বাবাও ছিলেন। আর অলংকারগুলোর পুরো টাকাই তো তোমার বাবাই দিয়ে দিলেন।
0 comments:
Post a Comment