স্ত্রী: দিনে দিনে তুমি এত মোটা হয়ে যাচ্ছ কেন?
স্বামী: কী যে বোলো না তুমি! তুমিও তো মোটা হয়ে যাচ্ছ।
স্ত্রী: আমি তো কিছুদিন পর মা হব। তাই হয়তো দেখতে অমন লাগছে। কিন্তু তুমি কেন মোটা হচ্ছ, বোলো তো?
স্বামী: আরে, আমিও তো কিছুদিন পর বাবা হব নাকি! তাই হয়তো আমাকে মোটা লাগছে।
0 comments:
Post a Comment