স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—
স্বামী: জানো, কাল রাতে টিভিতে একটি ভয়ংকর ভিডিও দেখেছি।
স্ত্রী: খুব ভয় পেয়েছ নাকি!
স্বামী: আর বোলো না। দেখলাম, একজন ভয়ংকর মহিলা কখনো আমার সামনে, কখনো পেছনে, কখনো বা সঙ্গে সঙ্গে হাঁটছে।
স্ত্রী: বলো কী? তা কোন ভিডিও দেখেছ তুমি?
স্বামী: তোমার বিয়ের!
0 comments:
Post a Comment