Monday, September 6, 2010

Bengali Joke-93

ট্রেনের কামরায় কয়েকজন ভদ্রমহিলা পাশাপাশি বসে আছেনতাঁদের মধ্যে একজন বয়স্ক মহিলা খুব সেজেগুজে এসেছেনতাঁর সাজগোজ দেখে পাশের একজন তাঁকে জিজ্ঞেস করলেন, ‘আপা, আপনার বয়স কত হবে?’
বয়স্ক মহিলা রসিকতা করে বললেন, ‘এই ৪০ হবেতারপর তিনি পাল্টা প্রশ্ন করলেন, ‘আপনার বয়স কত?’
প্রথমে যিনি প্রশ্ন করেছিলেন তিনি ভাবলেন, উনি বুড়ি হয়ে যদি ৪০ বছরের হন, তাহলে আমি তাঁর অর্ধেকতিনি বললেন, ‘আমার বয়স ২০ বছর
এদিকে ডেস্কের ওপরে ২০ বছর বয়সী এক যুবক তাঁদের কথাবার্তা শুনছিলসে ভাবল, এই ৮০ বছরের মহিলা যদি ৪০ বছর বলেন আর ৪০ বছরের মহিলা যদি ২০ বছর বলেন, সে তাহলে সবে পৃথিবীতে এসেছেএসব ভাবতে ভাবতে সে নিচে পড়ে গেল সবাই জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার, আপনি হঠাৎ পড়ে গেলেন!যুবক বলল, ‘আমি সবে পৃথিবীতে এলাম

0 comments:

Post a Comment