শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। কিন্তু একটি ছাত্র অন্য দিকে তাকিয়ে আছে।| শিক্ষকের কথা শুনছে না। ছাত্রটি দেখছে, একটি ইঁদুর গর্তে ঢোকে আরে বেরোয়। হঠাৎ করে ইঁদুরের লেজটা গর্তে আটকে যায়। ফলে ইঁদুরটি গর্তের ভেতর ঢুকতে পারছে না। এমন সময় শিক্ষক ছাত্রকে বললেন, ‘এখন যা পড়িয়েছি তা সব মাথায় ঢুকেছে?’
ছাত্র: ঢুকেছে, স্যার। শুধু লেজটা বাকি আছে।
ছাত্র: ঢুকেছে, স্যার। শুধু লেজটা বাকি আছে।
শিক্ষক: বলো তো, কত মাসে এক বছর হয়?|
0 comments:
Post a Comment