Wednesday, November 11, 2009

Bangla Shayari-77

কোথাও আগুন লেগে উঠলে, শ্রাবণ তার বৃষ্টিধারায় তাকে নিবিয়ে দেয়।
কিন্তু শ্রাবণ নিজেই যেখানে আগুন লাগায়, তাকে নেবাবে কে?
পত্রঝরার ঋতু এলে বাগান শূন্য হয়ে যায়; বসন্ত এসে সে বাগানকে আবার ফুলে ফুলে ভরে দেয়।
কিন্তু বসন্ত নিজেই যেখানে ফুল ঝরিয়ে দেয়, সে বাগানের ফুল ফোটাবে কে?
আমার স্বপ্ন কি করে ভাঙলো সে কথা আমাকে জিজ্ঞেস করো না।
অন্যের ব্যাপারে নয়, এটা আমাদের নিজেরই ভাগ্যের ফল।
শত্রু যখন আঘাত দেয় তখন বন্ধু এসে সমবেদনা জানায়।
কিন্তু যখন মনের মানুষই বিক্ষত করে, তখন সে ক্ষত সারাবে কে?
জানিনা কিসে কি হয়ে যেত, বা আমি কি করে বসতাম! সে আমাকে বাঁচিয়ে দিয়েছে।
বন্ধু সাথে আছে বলেই বেঁচে আছি। নইলে মরেই যেতাম।
জানি, তুফানের কাছে কারুর জোর খাটে না। তবু বলব এটা ঢেউ-এর দোষ নয়।
দোষ অন্য কারুর। মাঝ নদীতে নৌকা যখন ঝড়ের মুখে টলমল করে তখন মাঝি তাকে তীরে নিয়ে আসে।
কিন্তু যে নৌকাকে মাঝি স্বয়ং ডুবিয়ে দেয় তাকে কে বাঁচাবে?

0 comments:

Post a Comment