Tuesday, October 13, 2009

Bangla Shayari-66

তোমার অর্ধমুদিত চোখে কটাক্ষের তীর কেন? কেন নয় উন্মীলিত আঁখির তীব্র দৃষ্টির দ্রুতগামী তীর? আমার হৃদয়ই একমাত্র এর জবাব দিতে পারে। যদি দ্রুতগামী তীরের অস্ত্র হত তাহলে সেই তীর তো আমার হৃদয় ভেদ করে বেরিয়ে চলে যেত, তাতে কি বেদনা এমন চিরস্থায়ী হত? কক্ষনো নয়। কিন্তু এই অর্ধনেত্রের বাণ হৃদয়ে শ্লথ গতিতে এসে বিদ্ধ হয়ে স্থির হয়ে রয়েছে। ফলে এ বেদনায় রয়েছে স্থায়ী এক আনন্দ মিশ্রিত কষ্টের আমেজ। এই বেদনার মাধুরিমার তুলনা নেই। এ আমারই হৃদয় যে শুধু এই প্রেমের যন্ত্রণার আনন্দের যোগ্যতা অর্জন করেছে। এ আমারই প্রেমিক হৃদয়ের গর্বের ঐশ্বর্য।

0 comments:

Post a Comment