Wednesday, September 23, 2009

Bengali Shayri-54

যে কোনদিন কিছু করেনি তার কাজ করা কি করে আসবে? প্রাণ বাঁচিয়ে যে শুধু বাঁচতে চায় জীবনধানণ করে সে কি করে জানবে? কেঁদে কেঁদে যার শুধু মৃত্যু ভিক্ষা করে তারা তো বাঁচতেই শেখেনি, তারা মরতেও জানবে কি করে? নিঃশ্বাস নেওয়াই তো জীবন নয়, মৃত্যুও নয় শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া। জীবনে ঝাঁপিয়ে পড়লেই জানা যায় জীবন কি, মৃত্যুকে জয় করতে পারলেই জানা যায় মৃত্যুর মানে।

0 comments:

Post a Comment