Tuesday, August 25, 2009

Shayari-37

যে হৃদয় থেকে প্রেম বিদায় নিয়েছে,
যে হৃদয় শূন্য হয়ে গেছে, সে হৃদয়কেও হৃদয়ই বলতে হয়!
যেন যে বাগান শুকিয়ে গেছে, তৃণপত্রপুষ্পহীন হয়ে পড়ে রয়েছে তাকেও 'বাগান'ই বলতে হবে।
প্রেমহীন হৃদয় কি হৃদয় পদবাচ্য? মরুভূমিকে কি নন্দনকানন বলা উচিত?

0 comments:

Post a Comment