Tuesday, August 25, 2009

Shayari-34

এসো প্রিয়া, আজ তোমাকে কাঁধে তুলে নিই, তুমি মুখটা তুলে তোমার দুষ্টু ঠোঁট দিয়ে চাঁদের মাথায় চুমু খেয়ে নাও। আজ রাত্রে চাঁদটাকে দেখ, কনুইয়ের ওপর ভর দিয়ে চাঁদটা আমাদের কত কাছে চলে এসেছে। এত কাছে যে তুমি উঁচু হয়ে মুখ বাড়ালেই তার ঠান্ডা কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিতে পার। এসো প্রিয়া, এসো, তোমাকে তুলে ধরি।

0 comments:

Post a Comment