Tuesday, August 11, 2009

Shayari-26

হে অনন্যা রূপকন্যা তিলোত্তমা প্রেয়সী আমার, তুমি খোলা ছাদে এভাবে আর শুতে যেও না। তুমি টের পাওনি, তুমি নিদ্রার কোলে সুপ্ত ছিলে কিন্তু তোমার রূপের আগুনে পাগল হয়ে সারা রাত কত তারা যে তোমার কাছে আসতে গিয়ে কক্ষচ্যুত হয়ে ছুটে ছুটে আকাশ থেকে খসে গিযে ভস্ম হয়ে গেছে। সেখবর তুমি জান কি? না তুমি জান না।

0 comments:

Post a Comment