Saturday, August 29, 2009

Bengali Shayri-51

যৌবনে একবার অন্তত আঘাত খাবার প্রয়োজন আছে।
প্রেমের জন্য প্রেয়সীর কাছ থেকে একবার আঘাত না পেলে যৌবনের সোনা পবিত্র হয়ে ওঠে না।
যেমন সম্পূর্ণ কাহিনীর জন্য একটি নামের প্রয়োজন হয়,
তেমনি যৌবনের সম্পূর্ণতার জন্য প্রয়োজন হয় একটি আঘাতের।

0 comments:

Post a Comment