Saturday, August 29, 2009

Bengali Shayri-47

সারা রাত তোমার স্বপ্ন দেখে সকালে যখন জেগে উঠলাম তখন চোখের তারায় তুমিই ভরে ছিলে।
তোমর মাদির যৌবনে ভরপুর ছিল আমার দৃষ্টির সরোবর।
রোদ্দুরভরা সকালটা ঝলমল করে উঠল তোমার পরিধেয় বস্ত্রের মতো স্বচ্ছ মাধুর্যে।
সকালের সদ্যজাতক হাওয়া তোমার দেহের মাদক গন্ধে ভারী ছিল।
তার কারণ আমি জানি।
আমি জানি এ হাওয়া তোমরা শেবার ঘরে তোমার নিদ্রাশিথিল দেহবল্লরী ছুঁয়ে এসেছে।
তোমার স্পর্শে আনন্দেই হাওয়ার এই মাতাল শ্লথচারিতা, এই সুরভির সম্ভার।

0 comments:

Post a Comment