Friday, July 31, 2009

Shayari-23

আমি যে এত বেশী ভালবেসে ফেলেছি বলে আমাকে তোমরা পাপী, অপরাধী ভাবছ,
একবার ওকে তো জিজ্ঞেস করে দেখ,
হে নারী, তুমি এত রূপসী, এত সুন্দরী, এত লাবণময়ী কেন হয়েছ?
এক অঙ্গে এত রূপ এটা কি অপরাধ নয়?
অপরাধ শুধু রূপের পুজারির? রূপের নয়?

0 comments:

Post a Comment