Friday, July 31, 2009

Shayari-21

বালিশে তোমার চুলের ঘুর্ণিজাল, চাদরে তোমার শরীরের মদির সুগন্ধ, হাতে আমার তোমার মাদক চেহারার উত্তাপ, কপালে তোমার বিশ্বাসের চুম্বনে শুকতারা। প্রিয়া আমার, তুমি আমার এত কাছে রয়েছো, তোমার সান্নিধ্যে এত নিকটে যে তোমার মুখটা প্রানভরে দেখবো তারও উপায় নেই । সোনা আমার, একটু যদি সরে বসো তাহলে তোমার মুখটা দেখতে পাই। একটু সরে বসবে? তোমাকে দু'চোখ ভরে দেখতাম

0 comments:

Post a Comment