Friday, June 19, 2009

Shayari-16

মালি বদলে গেলে বাগান খালি হয়ে যায় না, শূন্য হয়ে যায় না বাগানের ফলসম্ভার।

কেননা বসন্ত আবার আসবে, বার বার আসবে তার ফুলের সাজি নিয়ে।

মালি বদলাবে কিন্তু বসন্তের আগমন তাতে কোনদিনই রুদ্ধ হবে না।

0 comments:

Post a Comment