Monday, December 29, 2008

Shayari-1

হৃদয়ের কাছে বুদ্ধির বাস সেটা ভাল কথা।
কিন্তু মাঝে মাঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়,
হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়,
স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সম সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।

0 comments:

Post a Comment