Tuesday, December 30, 2008

Shayari-4

যা ঝরে পড়তে মনে হল আকাশ থেকে বুঝি কোন তাঁরা খসে পড়ল, সেটা তোমার অশ্রু আমার নয়। আর যা পড়তেই মনে হবে যেন আচঁলে আগুন জ্বলে উঠল, সেটা আমার অশ্রু তোমার নয়।

0 comments:

Post a Comment